শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় অজগর সাপ উদ্ধার করা হয়েছে
শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে রিহাব কেমিক্যাল সংলগ্ন জসীম উদ্দিনের গরুর খামারের পাশের একটি বাঁশঝাড়ে বিশালাকার সাপটিকে দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, অজ্ঞাত এই সাপটি গত কয়েকদিন ধরে আশপাশের হাঁস-মুরগি খেয়ে ফেলছিল, ফলে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি শনাক্ত করেন এবং নিশ্চিত করেন এটি একটি অজগর সাপ।
পরিবেশকর্মীরা সাপটিকে নিরাপদে উদ্ধার করে স্থানীয়দের সচেতন করেন,বন্যপ্রাণী দেখলে কখনো হত্যা না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য।
পরে উদ্ধারকৃত অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে গিয়ে রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।