কুলাউড়ায় চোরাই প্রাইভেটকার উদ্ধার, আটক ১

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১ টি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় হেলাল মিয়া (৩৫) নামে এক যুববকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার বাসিন্দা সিতার মিয়ার বাড়ি থেকে প্রাইভেটকারটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেট কারের মালিক কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (১০ আগস্ট) কুলাউড়া থানার সোনাপুর এলাকা থেকে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওমর ফারুক জানান, 'এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে।