জামালগঞ্জের ইউএনও'র বিরুদ্ধে মানববন্ধন, ৭-দিনের আল্টিমেটাম'

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর'র স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্টদের পূর্নবাসন ও অনিয়মের অভিযোগ এনে " ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিক" ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগষ্ট) দুপরে জামালগঞ্জ উপজেলা পরিষদের প্রধান গেইটের সামনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো: শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো: শাহজাহান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্র নেতা জুলফিকার চৌধুরী রানা, যুব জমিয়তের কেন্দ্রীয় সদস্য মাওলানা আলতাফুর রহমান, জমিয়তে উলামা ইসলামের জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল গাফফার, বাংলাদেশ খেলাফত মজলিসের জামালগঞ্জ উপজেলা সভাপতি কাজী রশিদ আহমেদ ও সাধারণ সম্পাদক মাওলানা আইন উদ্দিন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ কামাল হোসেন, উপজেলা যুবদল নেতা শাহ মো: লিয়াকত আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোবারক হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মোঃ আবু সুফিয়ান সহ যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জুলাইয়ে ছাত্র জনতার গণঅদ্ভুত্থানের এক বছর পার হলেও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর বিভিন্ন কায়দায় ফ্যাসিস্ট পুর্নবাসনের চেষ্টা করছেন। বিগত জুলাই আন্দোলনের পূর্বে মুশফিকীন নুর ইউএনও হিসেবে জামালগঞ্জের যোগদান করেন। জুলাই ('২৪) গণ-অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন কৌশলে ফ্যাসিস্টদের পুর্নবাসনের চেষ্টা করছেন। উপজেলা পরিষদের বিভিন্ন বরাদ্ধ ও সরকারী বরাদ্দের উন্নয়ন প্রকল্পে বিভিন্ন কাজের অনিয়ম করে চলেছেন। তার বাসার কর্মচারী দিয়ে বিভিন্ন কাজ করিয়ে উপজেলায় সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। বক্তারা সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জামালগঞ্জের ইউএনও'কে আগামী সাত দিনের মধ্যে জামালগঞ্জ থেকে প্রত্যাহারের দাবী করে বলেন, অন্যতায় আরো বৃহৎ আন্দোলনের ডাক দিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে। এর পর বিক্ষুব্ধ জনতা ইউএনও প্রত্যাহার চেয়ে বিক্ষুভ মিছিল করেন।