যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ফারসু আহমেদ চৌধুরীর দাদীর মৃত্যু
যুক্তরাজ্যে প্রবাসী এনটিভি ইউরোপের সিনিয়র সাংবাদিক ফারছু আহমেদ চৌধুরী এবং নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তছনু আহমেদ চৌধুরীর দাদি ফজিরুন্নেছা চৌধুরী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ২২ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
মরহুমার স্বামীর পৈতৃক নিবাস নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামে। তিনি ৫ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার তিন পুত্র ও দুই কন্যা ইংল্যান্ডে প্রবাসী এবং এক কন্যা পর্তুগালে প্রবাসী। মরহুমার সন্তান-সন্ততি এবং নাতি-নাতনিরা দেশে ও প্রবাসে প্রতিষ্ঠিত।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত পরহেজগার, দানশীল ও পরোপকারী ছিলেন। ফজিরুন্নেছা চৌধুরী জীবদ্দশায় একাধিকবার পবিত্র হজ ও ওমরাহ পালন করেন। তাঁর মৃত্যু সংবাদে শোকাহত নাতি-নাতনিরা প্রবাস থেকে দেশে ছুটে আসেন।
আজ সোমবার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে তাঁকে স্বামী আতাউর রহমান চৌধুরী এবং বড় ছেলে শামসুল হক চৌধুরীর কবরের পাশে দাফন করা হবে।
এদিকে, মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, এনটিভির পরিচালক মোস্তফা সরওয়ার বাবু, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হারুনুর রশীদ চৌধুরী এবং মোহাম্মদ নাহিজ।
এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।