"মায়ার সিলেট” অনুষ্টানের উপস্থাপক কবি কুতুব আফতাব আমাদের মঝে আর নেই

এনটিভি ইউরোপ “মায়ার সিলেট” অনুষ্টানের উপস্থাপক গীতিকার ও কবি কুতুব আফতাব আমাদের মঝে আর নেই ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মধ্যরাতে যুক্তরাজ্যের নিজ বাসায় স্ট্রোক করে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর ।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এনটিভি ইউরোপের পরিবার অঙ্গনে।
তার মৃত্যুতে এনটিভি ইউরোপ এর সিইও " সাবরিনা হোসাইন" গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন , আমরা একজন ভাল সাহিত্যিক আমাদের মাঝ থেকে হারিয়েছি। তার মৃত্যুতে এনটিভি ইউরোপ একজন দক্ষ এবং আন্তরিক মানুষ হারিয়েছে। কবি কুতুব আফতাব রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
কবি কুতুব আফতাব মৃত্যুকালে স্ত্রী সহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ।