স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাষ্ট্রীয় কাজে নিয়োজিত কর্মীরা

স্পেনে করোনা ভাইরাসে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত আর মৃত্যুর মিছিল। এ পর্যন্ত মোট ২৪,৯২৬ জন আক্রান্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ১,৩৩১ জনের । এর মধ্যে মাদ্রিদে আক্রান্ত রয়েছেন ৮,৯২১ এবং মৃত্যু হয়েছে ৮০৪ জনের। কাতালুনিয়ায় ৪,২০৩ জন আক্রান্তের মধ্যে ১২২ এবং পাইস ভাস্কোতে ১,৭২৫ জনের মধ্যে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২,১২৫ জন।

গত শুক্রবার সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটের সময় স্পেনে বসবাসরত মোসলমানরা একই সময়ে নিজ নিজ জানালা ও বারান্দায় দাড়িয়ে আজান দিয়ে মাগরিবের নামাজ আদায় করেন এবং বিশ্বজুড়ে করোনা মহামারি থেকে মহান রবের কাছে মুক্তি কামনা করেন। এর মাধ্যমে দোয়া এবং সহমর্মীতা জানানো হয় চিকিৎসা সেবা ও রাষ্ট্রিয় বিভিন্ন দায়িত্বে নিয়োজিত কর্মী দের । সাস্থ্য মন্ত্রণালয় মাদ্রিদের হোটেল গুলো ও বন্ধ করে দিয়েছে আগামী এক সপ্তাহের জন্য, এবং মাদ্রিদের একটি অভিজাত হোটেল কে হস্পিটাল হিসেবে প্রস্থত করা হয়েছে। আজ ৩ জন নার্স সহ সিভিল গার্ডের আরো এক সদস্য এ মহামারীতে মারা যান, এ নিয়ে সশস্রবাহিনীর মৃতের সংখ্যা দাড়ালো ৩ জনে বিষয়টি নিশ্চিত করেছে সাস্থ্য মন্ত্রণালয়।