সরকারের পরিকল্পনা অনুযায়ী যুক্তরাজ্যে প্রতিদিন ১ লক্ষ করোনা টেস্ট,আজও ৭৩৯ জনের মৃত্যু
বৈশ্বিক মহামারী আকার ধারণ করা মরণঘাতী করোনাভাইরাসে আজ শুক্রবার যুক্তরাজ্যে ৭৩৯ জনের মৃত্যু হয়েছে। আর সব মিলিয়ে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫১০ জন। অণ্যদিকে করোনাভাইরাসের প্রতিদিনের সংবাদ সম্মেলনে আজ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী এখন থেকে প্রতিদিন ১ লক্ষ করোনাভাইরাসের টেস্ট করা হচ্ছে। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ লক্ষ ২২ হাজার ৩৪৭ টি টেস্ট করা হয়েছে।
এর আগে স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, সরকার এপ্রিলের শেষের দিকে লক্ষ্যটি অর্জন করবে। জানা যায়,বুধবার যুক্তরাজ্য জুড়ে ৮১ হাজারেরও বেশি টেস্ট করা হয়েছিল। যদিও সরকারের বেশ কিছু মন্ত্রীরা জানিয়েছেন, আরও বেশি টেস্ট করার ক্ষমতা তাদের ছিল।
এদিকে গতকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাজ্য ভাইরাস সংক্রমণের ঝুকিপুর্ণ সময় পাড় করেছে। এখন দেশকে ধীরে ধীরে কিভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে তার রূপরেখা আগামী সপ্তাহে জানাবেন তিনি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এনএইচএস এর সকল ডাক্তার, নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদৈর আন্তরিক ধন্যবাদ জানান।