অনিয়মিত অভিবাসীদের সহজ শর্তে বৈধকরণ প্রক্রিয়া চালুর দাবীতে স্পেনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের সহজ শর্তে বৈধকরণ প্রকৃয়া চালুকরার দাবী তে ১৭টির ও বেশি শহরে এক যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিভিন্ন মানবাধিকার সংগঠনের আয়োজনে অনুষ্টিত হয়েছে।
রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনা, মালাগা,কাস্তিয়া লা মাঞ্চা, লিওন সহ প্রায় ১৭ টির বেশি শহরে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে ২য় বারের মতো আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
"পাপেলেছ পারা তদো,সকলের জন্য কাগজ চাই,সকলের অধিকার সমান চাই" ইত্যাদি স্লোগানে মুখরিত করে ১৯ জুলাই বিকেলে ব্যানার ও ফেস্টুন হাতে জড়ো হয়ে মাদ্রিদের ছিবিলেস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সলের জিরো পয়েন্টে গিয়ে মহাসমাবেশ করেন কয়েক হাজার অভিবাসী।
অনেক নিয়মিত অভিবাসীরা ও এ আন্দোলনে একাত্বতা ঘোষনা করেন । খালি গায়ে বুকে পিটে পাপেলেছ পারা তদো লিখে এক বাংলাদেশি সহ অনেক কে নিত্ত ও বাজনা বাজিয়ে দাবী জানাতে দেখা যায়, এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সিনিয়র সহ সভাপতি আলামীন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের কেন্দ্রীয় সভাপতি আবু জাফর রাসেল, সহ সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহীম, বাংলাদেশ এসোসিয়েশন এর ক্রিড়া সম্পাদক সায়েক মিয়া, সদস্য আব্দুল মজিদ সুজন, বদরুক হক মিল্লাত সহ অনেকে । এছাড়া ভালিয়েন্তে বাংলার অনেক সদস্য উপস্থিত ছিলেন।
পর্যটন নগরী বার্সেলোনায়ও বাংলাদেশী মানবাধিকার কর্মী কামরুল মোহাম্মদ এর নেতৃত্বে কয়েকশো বাংলাদেশী অন্যান্য অভিবাসী দের সাথে মিছিলে অংশগ্রহন করেন।
স্পেনে প্রায় ১০ হাজার বাংলাদেশী সহ এশিয়া আফ্রিকা লেটিন আমেরিকা ও অন্যান্য দেশের অনিয়মিত অভিবাসীর সংখ্যা প্রায় দুই লক্ষ,
কোভিড নাইনন্টিন মহামারির কারনে এ সকল অভিবাসীরা আয়ের উৎস হারিয়ে বহু কষ্টে দৈনন্দিন জীবন অতিবাহিত করছেন, ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে অনেক দেশ ইতিমধ্যে অনিয়মিত অভিবাসীদের বৈধকরণের ঘোষণা দিলেও স্পেনে বসবাসরত অনিয়মিত অভিবাসীদের কে নিরাশ করেছে সরকার।
দেশটির পার্লামেন্টে গত ১৯মে থেকে অনুষ্টিতব্য সংসদ অধিবেশনে অবৈধ অভিবাসীদের বৈধকরণে আনা প্রস্তাব এখনো বিবেচনাদিন থাকায় অনিয়মিত অভিবাসীদের নিয়ে কাজ করা প্রায় ৪২৯টি সংগঠন এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে। আন্দোলনের মাধ্যমে দাবী আদায় হবে বলে মনে করছেনঅভিবাসীরা ।