এনএইচএসকে বিশাল সংস্কারের পরিকল্পনা যুক্তরাজ্যে সরকারের

যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিস এনএইচএস কিভাবে পরিচালিত হবে তারই বিশাল সংস্কারের পরিকল্পনা করছে দেশটির সরকার।হেল্থ পলিসি ইনসাইট ওয়েবসাইটে ফাঁস হওয়া নথি থেকে এ তথ্য জানা গেছে।
ফাঁস হওয়া নথিতে জানা গেছে ,২০১২ সালে ডেভিড ক্যামেরুনের জোট সরকারের সময় আনা বিতর্কিত পরিবর্তন এবং স্বাস্থ্য সেবায় বেসরকারি সরবরাহকারীদের ভূমিকা কমিয়ে আনার কথা বলা হয়েছে।
এনএইচএস পরিচালনার ক্ষেএে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমতা আরো বাড়ানো বিষয়ে উল্লেখ করা হয়েছে নথিতে।
এ বিষয়ে লেবারের স্বাস্থ্য সেক্রেটারী জন অ্যাশওয়ার্থ বলেছেন ,সরকারকে ব্যাখ্যা করতে হবে , কেন মহামরীর এই কঠিন সময়ে এনএইচএসের এতবড় কাঠোমোগত পরিবর্তন করতে হবে ?
এদিকে এনএইচএস এর প্রধান স্যার সাইমন স্টিভেন্স বলেছেণ, ইন্টিগ্রেটেড কেয়ার সিস্টেম ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যে সমগ্র ইংল্যান্ডে বাস্তবায়ন করা হবে।