শিশুদের মাঝে ভ্যাকসিন ট্রায়ালের ঘোষনা দিল অ্যাস্ট্রাজেনেকা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন শিশুদের দেহে কতটা কার্যকর এবং নিরাপদ তা জানতে শিশুদের মধ্যে এই ভ্যাকসিনের ট্রায়াল চালানোর ঘোষনা দিয়েছে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে,ফেব্রুয়ারির শেষের দিকে প্রায় ৩০০ জন শিশুর অংশগ্রহণে মাধ্যমে এ পরীক্ষা কার্যক্রম চালানো হবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলছে, ছয় থেকে ১৭ বছর বয়সী শিশুদের এই ট্রায়ালে অন্তর্ভূক্ত করা হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়,সেন্ট জর্জ বিশ্ববিদ্যালয় হাসপাতাল,লন্ডন, ইউনিভার্সিটি হসপিটাল সাউদাম্পটন এবং ব্রিস্টল রয়েল হসপিটাল ফর চিলড্রেন সহ এ চারটি স্টাডি সাইটের কাছাকাছি বসবাসকারী শিশুদের বা সেচ্ছাসেবকদের অংশগ্রহণে মাধ্যমে এ পরীক্ষা কার্যক্রম চালানো হবে জানা গেছে।
বর্তমানে যুক্তরাজ্যে শুধুমাত্র ১৮ বছর বা তার বেশী বয়সী ব্যক্তিদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন রয়েছে।