বার্সেলোনার কিংস ক্রিকেট ক্লাবের উদ্যোগে সিক্স এ সাইড ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত

বার্সেলোনার জনপ্রিয় কিংস ক্রিকেট ক্লাবের উদ্যোগে সিক্স এ সাইড ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে । গতকাল ৩০ শে জুন পর্যটন নগরী বার্সেলোনা একটি মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দেশী বিদেশি দর্শকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয় সেভেন স্টার এবং রানার্স আপ হয়েছে ইয়ং ষ্টার | পরে ওই দিন বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও নৈশভোজ এর আয়োজন করা হয় । টুর্নামেন্টে মোট চারটি দল এতে অংশ নেন , অংশগ্রহণকারী দলগুলো হলো, ইয়ং ষ্টার, সেভেন ষ্টার, সান রাইজ ও বাংলা টাইগার ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি মামুন আহমেদ। ময়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ভোধন ,এবং পুরুস্কার তুলে দেন স্পেন বাংলাদেশ, চেম্বার অব কমার্সের সভাপতি ও কিংস ক্রিকেটে ক্লাবের প্রধান উপদেষ্টা এইচ এম রাসেল হাওলাদার । প্রধান অতিথির বক্তৃতায়, এইচ এম রাসেল হাওলাদার বলেন, প্রবাসের শত ব্যস্ততার মাঝে খেলাধুলা তরুণ সমাজকে উজ্জীবিত করে এবং মানসিক শক্তি যোগায় । তিনি, সবসময় প্রবাসে যুব সমাজের পাশে থাকার দৃয় প্রত্যয় ব্যক্ত করেন।