কমলগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় নির্দেশনা প্রদান

পিন্টু দেবনাথ : পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন কমলগঞ্জ থানায় পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা প্রদান করেন।
আসন্ন ঈদ উল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জন সাধারণের জান-মালের নিরাপত্তা ও উৎসব মুখর পরিবেশে নির্বিঘ্নে উদযাপনের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় করে মৌলভীবাজার জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।