জামালগঞ্জে ছাত্রশিবিরের কোরআন বিতরণ ও ইফতার মাহফিল

তৌহিদ চৌধুরী প্রদীপ : সুনামগঞ্জের জামালগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সাধারণ ছাত্রদের নিয়ে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ মার্চ) বিকেলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র শিবিরের সভাপতি এম সহিবুর রহমান।
ছাত্রশিবিরের উপজেলা সেক্রেটারি মো: ওবায়দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের অর্থ ও অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বক্তাব্য রাখেন,
সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো: সোহেল আলম, সাবেক সভাপতি ও সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সেক্রেটারী রাশেদুল হক জিসান ও উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি সাদিকুর রহমান জনি প্রমুখ। এ সময় বর্তমান এবং সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি মাস। কোরআন নাযিলের মাস। এই মাসেই রয়েছে মহিমান্বিত রজনী। ইসলামি ছাত্র শিবির চায় সুন্দর একটি রাষ্ট্র ও সমাজ গঠন। যে রাষ্ট্রে থাকবে মানুষে-মানুষে ভালোবাসা ও ভাতৃত্ব বন্ধ।
ন্যায়ের পথে সদা অবিচল থেকে আমরা দেশ ও জনগনের কল্যানে কোরআন-সুন্নাহ্ র আলোকেই রাষ্ট্র মেরামতের কাজে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোনআন শরিফ বিতরণ করা হয়।