বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে'র নগদ ৯ লক্ষ টাকা বিতরণ

জুবেল আহমদ সেকেল : প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার গরীব অসহায় হতদরিদ্র মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্যে ভিত্তিক সামাজিক সংগঠন " বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন" ইউকে। এরই ধারাবাহিকতায় রহমত বরকত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব,এতিম -বিধবা ও অসহায় কর্মহীন পরিবারের মাঝে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে । আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজ মাঠে ৬০০ জন মানুষের মধ্যে ১৫০০টাকা করে নগদ ৯ লক্ষ টাকা বিতরণ করা হয়।
বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে
বক্তারা বলেন, বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানের ঈদকে সামনে রেখে দু:স্থ্য মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের সকল সদস্যের প্রতিকৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি মানবতার কল্যাণে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের এসব কার্যক্রম অব্যাহত রাখার আহব্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা সমাসেবা কর্মকর্তা জয়তি দত্ত,বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হক,বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকের সাবেক অর্থ সম্পাদক নুর মিয়া( আবু বক্কর),বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাসিত,সাবেক সাধারণ সম্পাদক কাজী খলিলুর রহমান,সদস্য হাজী আব্দুল গফফার ও লেবু মিয়া।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন বাংলাদেশ শাখার সহ সাধারণ সম্পাদক নাবিল আহমদ ও অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মুফতি রশিদ আহমদ।