দিরাইয়ে বিএনপির নেতাদের বক্তব্যে জিয়াউর রহমানকে স্মরণ না করায় ক্ষোভ

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনায় বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ না করায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃকর্মীরা। জানা যায়, বুধবার বেলা ১১টায় দিরাই উপজেলা পরিষদ গনমিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকারের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের পরিচালনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বিএনপির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, ১ম যুগ্ম আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেও তাদের দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম একবারও স্মরণ করেননি বলে জানিয়েছেন একাধিক দায়িত্বশীল নেতা। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান ক্ষোভের প্রকাশ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেন। তার ডাকে দেশবাসী সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য বীর উত্তম উপাধিতে ভূষিত হন। দীর্ঘ ১৫ টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে দেয়নি। প্রসাশনের কোনো সভায় আমাদের যেতে দেয়নি। দীর্ঘদিন পর আজকে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় আমাদের দলের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য, উপজেলা কমিটির আহবায়ক, সিনিয়র যুগ্ম আহবায়ক, সদস্যগন বক্তব্য দিলেন। কিন্তু কারও কন্ঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম একটিবারও উচ্চারিত হল না। এটি বিএনপির আপামর নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। নেতৃবৃন্দের এমন কান্ডে শহীদ জিয়ার সৈনিকরা মর্মামত। যে জিয়া নিজের জান বাজি রেখে বাংলাদেশের ঘোষণা দিলেন। একদলীয় শাসনের বিপরীতে বহু দলীয় গনতন্ত্রের রাজনীতির পথ দেখালেন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় মহান স্বাধীনতার ঘোষককে স্মরন না করা খুবই দুঃখজনক। এছাড়াও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী। তারা জানিয়েছেন, আগামীতে বিএনপির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। এ বিষয়ে জানতে চাইলে, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ চৌধুরী বলেন, বিষয়টি ঠিক নয়। ওই সরকারি প্রোগ্রামেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়েছে। অনুষ্ঠানটি সার্বজনীন ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সৌহার্দ্য বজায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বক্তব্যে স্মরণ করেছি।