ব্রেক্সিট : আলোচনার সময়সীমা বাড়াতে সম্মত যুক্তরাজ্য ও ইইউ

আজ রবিবার ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য সম্পর্কিত কোন চুক্তিতে পৌঁছাতে না পেরে আলোচনার সময়সীমা বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপিয় ইউনিয়ন ।
ইউরোপীয় ইউনিয়নের বিধি অনুসারে যুক্তরাজ্যে আগামী ১লা জানুয়ারিতে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় যুক্তরাজ্যের জনগন খাবার , টিনস, টয়লেট রোলস এবং অন্যান্য দ্রবাদি মজুত করা শুরু করেছে।
ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম বিআরসি-র চিফ এক্সিকিউটিভ হেলেন ডিকিনসন বলেছেন , ১লা জানুয়ারি যাতে খুচরা বিক্রেতারা কোন ব্যবসায়িক সংকটে না পরে সে জন্য তারা প্রস্তুত রয়েছে বলে জানান।
তিনি আরো বলেন ,টিনস, টয়লেট রোলস এবং অন্যান্য দীর্ঘজীবী পণ্যগুলির মজুদ বাড়িয়ে তুলবে যাতে প্রয়োজনীয় পণ্যগুলির পর্যাপ্ত সরবরাহ করা যায় ।যদিও চলমান অনিশ্চয়তার কারনে ব্যবসায়িক সংস্থাগুলির জন্য নতুন বছরের প্রস্তুতি নেওয়া আরও কঠিন করে তুলেছে।
এদিকে একটি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেছিলেন , গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান না হওয়ায় পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে আরো কিছু সময় অপেক্ষা করবেন বলে জানান।