লকডাউন শিথীল করোনা সংক্রমন হ্রাসের উপর নির্ভর করবে: বরিস জনসন

যুক্তরাজ্যের লকডাউন সহজ বা শিথীল করার ক্ষেত্রে তারিখ নয় বরং করোনা সংক্রমন হ্রাসের তথ্যের উপর নির্ভর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
আজ মি: জনসন সাউথ ওয়েলসের একটি স্টেডিয়ামে একটি গণ টিকা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মি.জনসন বলেন, আগামী সোমবার লকডাউন শিথীল এর ব্যাপারে রোডম্যাপ বা রূপরেখা প্রকাশ করা হবে ,তবে সেটি প্রকাশের ক্ষেত্রে অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে।
এদিকে আতিথেয়তা খাতগুলো পুনরায় চালু করার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন,সবাইকে মনে রাখতে হবে আতিথেয়তা খাত স্পষ্টতই করোনা সংক্রমণ ক্ষেত্রে সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে।
অন্যদিকে সরকারের একজন বৈজ্ঞানিক পরামর্শদাতা বলেন ,লকডাউন শিথীল করার ক্ষেত্রে মন্ত্রীদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
লেবারের স্যাড়ো হেলথ সেক্রেটারী জনাথন অ্যাওয়ার্থ বলেন, সরকারের উচিত ধীর গতিতে পদক্ষেপ গ্রহন করা ।