১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে ভ্যাকসিন পরীক্ষার ফলাফল শতভাগ কার্যকর: ফাইজার

১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে করোনা ভ্যাকসিন পরীক্ষাল ফলাফল শতভাগ কার্যকার এনমটা দাবি করেছে ফাইজার।
যুক্তরাষ্ট্রের দুই হাজার ২৬০ জন কিশোর-কিশোরীর প্রাথমিক ফলাফলের উপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করা হয়েছে ।
এ বিষয়ে ফাইজারের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেছেন, ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফল যথেষ্ট উৎসাহ জনক এবং ভ্যাকসিন কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়া নিরাপদ ।
তিনি আরো বলেন , ভ্যাকসিন ব্যবহারের জন্য আগামী সপ্তাহে জরুরী ব্যবহার অনুমোদনের একটি প্রস্তাবনা মার্কিন ফেডারেল ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশন -এফডিএ - এর কাছে জমা দেবার পরিকল্পনা রয়েছে।
তবে বিএমএ পাবলিক হেলথ মেডিসিন কমিটির প্রাক্তন চেয়ারম্যান ডঃ পিটার ইংলিশ বলেন, কোম্পানির দাবির যথাযথ মূল্যায়নের জন্য আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন।
কোম্পানির প্রেস বিজ্ঞপ্তিতে বিচারের উপর বিভিন্ন ধরনের প্রভাব, এবং ডোজের মধ্যে দীর্ঘ ব্যবধানপরীক্ষা করা হয়েছে কিনা তাও উল্লেখ করা হয়নি।
এদিকে যুক্তরাজ্যে বর্তমানে শিশুদের ভ্যাকসিন প্রয়োগ করার কোন ধরনের পরিকল্পনা নেই বলে জানা গেছে।