অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে "বেশ আত্মবিশ্বাসী" বরিস জনসন

দক্ষিণ আফ্রিকায় সনাক্তকৃত করোনার নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অক্সর্ফোড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে উদ্বেগের মধ্যেও এই ভ্যাকসিনটির প্রয়োগ নিয়ে "বেশ আত্মবিশ্বাসী" বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি বলেন, গুরুতর অসুস্থত রোগীকে উচ্চ মাত্রার সুরক্ষা প্রদানে ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যকর।
কিন্তু একটি ছোট গবেষণায় দেখা গেছে, অক্সফোর্ড ভ্যাকসিন ক্ষিণ আফ্রিকায় সনাক্তকৃত ভ্যারিয়েন্ট বিরুদ্ধে খুবই সামান্য সুরক্ষা প্রাদান করছে।
তবে ফার্মাসিউটিক্যাল কোম্পানির একজন মুখপাত্র বলেছেন,এখনো সঠিকভাবে নির্ধারণ করা যায়নি অক্সফোর্ডের জ্যাব ক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্টে প্রতিরোধ করতে সক্ষম কিনা,কারণ যারেকে এই গবেষণার আওতায় আনা হয়েছে তারা প্রধানত তরুণ এবং প্রাপ্তবয়স্ক ছিল।
নোভাভাক্স এবং জনসন নামে নতুন দুটি ভ্যাকসিন শীঘ্রই অনুমোন দেওয়া হতে পারে বলে জানা গেছে।এদিকে আজ যুক্তরাজ্যে দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্টের প্রায় ১৪৭ টি নতুন রোগী শনাক্ত হয়েছে ।