আগামী দুই সপ্তাহ ইংল্যান্ডের জন্য লকডাউন বেশ চ্যালেঞ্জিং : সুসান মিশি

আগামী দুই সপ্তাহ ইংল্যান্ডের জন্য লকডাউন বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠবে বলে জানিয়েছেন সরকারি বৈজ্ঞানিক পরামর্শদাতা অধ্যাপক সুসান মিশি।
তিনি বলেন ,করোনা ভ্যাকসিনের খবরে বর্তমানে জনগনের মাঝে আত্মতুষ্টি লক্ষ করা যাচ্ছে , এতে করে জনগনের মাঝে নিয়ম ভাঙ্গার প্রবণতা দেখা দিতে পারে এবং নিয়ম ভাঙার যে কোনও তাড়না সরকার কে কঠোর ভাবে প্রতিহত করতে হবে।
অন্যদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন যে বর্তমান বিধিনিষেধগুলি আগামী মাসে নির্ধারিত সময়ে শেষ হবে। তবে মন্ত্রীপরিষদ সেক্রেটারী মাইকেল গভ বলেছেন বিধিনিষেধ দোসরা ডিসেম্বর পরেও বাড়তে পারে । এদিকে ওয়েলস সোমবার ১৭ দিনের ফায়ারব্রেক লকডাউন এর বিধিনিষেধ শেষ হতে যাচ্ছে।