আগামী সপ্তাহ থেকে দোকানপাট, জিম, সেলুন এবং পাব খুলে দেওয়া হবে: বরিস জনসন

সরকারের পূর্বের পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে দোকানপাট, জিম, সেলুন এবং পাব খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
ডাউনিং স্ট্রীটে এক সংবাদ সম্মেলনে মি. জনসন এ তথ্য জানান। পূর্ব ঘোষিত লকডাউন শিথিলের রোডম্যাপ অনুযায়ী, স্পা ,জু ,থিম পার্ক , ড্রাইব ইন সিনেমা আগামী ১২ই এপ্রিল খুলবে। একই পরিবারের সদস্যরা ইংল্যান্ডে হলিডে কাটাতে পারবেন। পাবলিক বিল্ডিংস এবং লাইব্রেরি এবং কমিউনিটি সেন্টারগুলো খোলা হচ্চে আগামী সপ্তাহে।
এছাড়া কেয়ার হোমে দুই জন ভিজিটর কেয়ার হোমের বাসিন্দাদের ভিজিট করতে পারবেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন,আমরা লক ডাউন শিথিলের রোডম্যাপ ঘোষনা করেছি এবং এটিই বাস্তাবায়ন করা হবে। এছাড়া তিনি নাগরিকদের এনএইচএসের ফ্রি করোনা টেস্ট গ্রহনের আহবান জানিয়ে বলেন, অসুস্থ্যু না হলেও পরীক্ষা করালে উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যক্তি সনাক্ত করা সম্ভব হবে।
এদিকে ইংল্যান্ডের প্রত্যেকের জন্য বিনামূল্যে সপ্তাহে দুইবার কোভিড-১৯ পরীক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সরকার।
এই কার্যক্রম আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে। তবে সরকার বলছেন, এই প্রস্তাব বর্তমানে শুধুমাত্র ইংল্যান্ডের জন্য চালু থাকবে এবং স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের প্রশাসন তাদের নিজস্ব সিদ্ধান্ত নিবেন।