আজ রাত ১২ টা থেকে ইংল্যান্ডে চতুর্থ স্তরের বিধিনিষেধ আরোপ

করোনা মহামারী নিয়ন্ত্রের জন্য লন্ডনে এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে করোনা নিষেধাজ্ঞার চতুর্থ স্তরে উন্নতি করা হয়েছে। এছাড়াও ক্রিসমাসের সময় পরিবারের জমায়েতর নিয়ম আরো কঠোর নিয়ম করা হয়েছে ।
জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরণের কার্যক্রম চালু থাকবে না। মানুষ অকারণে বাসার বাইরেও যেতে পারবে না। মানুষকে বাসায় বসে কাজ করার আহবান জানিয়েছেন বরিস জনসন। তবে নির্মান শ্রমিক ও এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের কর্মক্ষেত্রে যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা থাকছে না।
চতুর্থ স্তরে যেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানে বাইরে থেকে প্রবেশ না করার আহবান জানিয়েছেন বরিস জনসন। এই কড়াকড়ি দুই সপ্তাহের জন্য ঘোষণা করা হয়েছে। আগামী ৩০শে ডিসেম্বর এটি আবারো পর্যালোচনা করে দেখা হবে।
অন্যদিকে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টাররা এর আগে ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গোভের সাথে এ বিষয়ে আলোচনা করেন।
এ বিষয়ে বিস্তারিত জানাতে, এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনে সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স ও অংশ নেন।