ইংল্যান্ডে প্রতি মিনিটে ১৪০ জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে: সাইমন স্টিভেন্স

ইংল্যান্ডে প্রতি মিনিটে ১৪০ জনকে করোনার ভ্যাকসিন এর জ্যাব প্রদান করা হচ্ছে,এনএইচএস ইংল্যান্ডের প্রধান নির্বাহী স্যার সাইমন স্টিভেন্স বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন ,গত বছর এপ্রিলের তুলনায় ৭৫ শতাংশ বেশি করোনা ভাইরাসে সংক্রমন হচ্ছে,তা সত্ত্বেও সংক্রামক রোগী থেকে চার গুণ বেশী ব্যক্তিকে প্রতিদিন টিকা প্রয়োগ করা হচ্ছে এবং সোমবার ইংল্যান্ডে আরো ১০টি গণ ভ্যাকসিনেশন সাইট খোলার কথা জানিয়েছেন তিনি।
বিবিসির এ্যান্ডু মার শোতে তিনি আরো বলেন, ইংল্যান্ড এই সপ্তাহে ১.৫ মিলিয়ন , স্কটল্যান্ডে ২ লাখ ২৪ হাজার ,ওয়েলস ১ লাখ ২৬ হাজার এবং উত্তর আয়ারল্যান্ড প্রায় ১ লাখ ১৮ হাজার করোনা ভাইরাসের টিকা সরবরাহ করা হয়েছে ।
অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ৮০ বছরের বেশী বয়সী প্রায় ৫০ শতাংশ ব্যক্তিকে ইতিমধ্যে টিকা প্রয়োগ করা হয়েছে।