ইংল্যান্ডে শতশত জিপি সেন্টারে পাঠানো হয়েছে অক্সফোর্ড এর ভ্যাকসিন

ইংল্যান্ডে শতশত জিপি সেন্টারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন পাঠানো হয়েছে ।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানায় , এন এইচ এস জানিয়েছে দেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম এই টিকা প্রদান কর্মসূচীর অংশ হিসেবে গত সোমবার থেকে নির্বাচিত হাসপাতালগুলো থেকে এই ভ্যাকসিন প্রদান শুরু করা হয়েছে।
জানা গেছে, ৭০০ টিরও বেশি স্থানীয় টিকাদান সাইটে অক্সফোর্ডের টিকা প্রদান করা হবে। এছাড়া জিপি তত্ত্বাবধানে আরও ১৮০ টি সাইট, ১০০টি নতুন হাসপাতাল সাইটেও এই টিকা প্রদান করা হবে।
অন্যদিকে সরকাররের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে চারটি গ্রুপকে অগ্রাধিকার দিয়ে ১৩ মিলিয়ন লোককে ভ্যাকসিন প্রদান করা হবে।
এদিকে স্বাস্থ্য ম্যাট হ্যানককের কাছে পাঠানো একটি চিঠিতে বার্মিংহাম সিটি কাউন্সিলের লেবার নেতা ইয়ান ওয়ার্ড বলেছেন, ফাইজার-বায়োনটেক টীকার স্টক শুক্রবার শহরে শেষ হতে যাচ্ছে এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার জ্যাবের কোন সরবরাহ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তবে এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মি: হ্যানকক বলেন , আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল স্থানে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে ।