উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ৯০ শতাংশেরও বেশি মানুষকে সুরক্ষা দিতে সক্ষম : ফাইজার ও বায়োনটেক

নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিন ৯০ শতাংশেরও বেশি মানুষকে করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে সক্ষম বলে দাবি করেছে ফাইজার ও বায়োনটেক।
আজ ফাইজার এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী অ্যালবার্ট বোরলা বলেছেন , বিজ্ঞান ও মানবতার জন্য আজ একটি দুর্দান্ত দিন ।
তিনি বলেন , আমরা আমাদের ভ্যাকসিন ডেভলপমেন্ট প্রোগ্রামে এক গুরুত্বপূর্ণ মাইলফলক পৌঁছে গেছি ,যখন কিনা সংক্রমণের দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ।
জানা গেছে ছয়টি দেশের প্রায় ৪৩,৫০০ মানুষের উপর এ ভ্যাকসিনের তৃতীয় দাপের পরীক্ষা চালানে হয়েছে। এছাড়া যাদের উপর পরীক্ষা চালানো হয়েছে তাদের মধ্যে কোন সাইড ইফেক্ট পাওয়া যায়নি জানা গেছে।
ফাইজার ও বায়োনটেক মার্কিন যুক্তরাষ্ট্রে টিকা সরবরাহে এরইমধ্যে ১৬ হাজার কোটি টাকারও বেশি অর্থের চুক্তি সই করেছে৷ চুক্তি সই হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, জাপানের সঙ্গেও।
সময় বাঁচাতে এরইমধ্যে শুরু হয়ে গেছে উৎপাদন ৷ ২০২০ সালেই প্রতিষ্ঠান দুটি পাঁচ কোটি ডোজ টিকা উৎপাদন করতে চায় ৷ ফাইজারের আশা, এ বছরের শেষ নাগাদ ৫ কোটি ডোজ সরবরাহ করতে সক্ষম হবে তারা। আর ২০২১ সালের শেষ নাগাদ সরবরাহ করা যাবে প্রায় ১৩০ কোটি ডোজ।