এক শতাংশ বেতন বৃদ্ধির পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন বরিস জনসন
![](https://europentv.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/08/prc_185544118.jpg?itok=JMB4A0ju×tamp=1615143717)
যুক্তরাজ্যে ন্যাশনাল হেল্থ সার্ভিস বা এন এইচ এস কর্মীদের এক শতাংশ বেতন বৃদ্ধির পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন ।
মি: জনসন বলেন, সরকার করোনা মহামারীর কঠিন সময়ে এন এইচ এস কর্মীদের যতটা সম্ভব সমর্থন দিয়ে যাচ্ছে। আজ উত্তর লন্ডনে ব্রেন্টের একটি করোনাভাইরাস ভ্যাকসিন কেন্দ্র পরিদর্শনের সময় প্রস্তাবিত বেতন বৃদ্ধি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বেতন বৃদ্ধির বিষয়ে সরকারের একজন মুখপাত্র এর আগে বলেছেন , এক শতাংশ বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির হারের প্রায় ০.৯ শতাংশ।
অন্যদিকে বেতন বৃদ্ধি নিয়ে পুনর্বিবেচনা করা হবে কিনা সে বিষয়ে বিবিসির এন্ড্রু মার শোতে শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসন বলেছেন, একটি স্বাধীন পর্যালোচনার মাধ্যমে এক শতাংশ বেতন বৃদ্বির সুপারিশ সরকার অনুমোদন দিয়েছে।
এদিকে উত্তর আয়ারল্যান্ডের এন এইচ এস কর্মীদের জন্য বিশেষ সম্মাননা বাবদ ৫০০ পাউন্ড প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ।
এছাড়া বেতন বৃদ্ধির ইস্যুতে একটি নার্স ইউনিয়ন ধর্মঘটের হুমকি দিয়েছে এবং বেতন বৃদ্বি সন্তোষজনক না হওয়ায় বহু নার্স কাজ ছেড়ে যেতে পারেন বলে গতকাল সর্তক করেছে রয়েল নার্সিং কলেজ।