এনএইচএসকে সংস্কার এবং পুনর্গঠন করা হবে: ম্যাট হ্যানকক

যুক্তরাজ্য সরকার বলছে ন্যাশনাল হেল্থ সার্ভিস (এনএইচএস) এর সংস্কার এবং পুনর্গঠন করা হবে।
আজ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বিবিসিকে বলেন, এনএইচ পুনর্গঠনের অর্থ হচ্ছে সামগ্রিমভাবে জনগনের স্বাস্থ্য সুরক্ষা করা,শুধুমাএ রোগীর স্বাস্থ্য সুরক্ষা করা নয়।
তবে লেবার পার্টি এই সংস্কারের ব্যাপারে প্রশ্ন তুলে বলছে, ভয়াবহ এই মহামারীর মধ্যে যেখানে এনএইচএস ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ,এখন কেন এই সংস্কার।
এর জাবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনই সবচেয়ে ভালো সময় এনএইচএস পুনর্গঠন করার। তিনি আরো বলেন , এনএইচএসের যাতে স্বাস্থ্য এবং কেয়ার খাত একসাথে আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। মি: হ্যানকক বলেন, প্রস্তাবিত নতুন এ ব্যবস্থায় এনএইচএস এবং স্থানীয় কাউন্সিল সম্মিলিতভাবে স্থানীয় স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত নিবে।
এদিকে স্থানীয় সরকার এসোসিয়েশন এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তবে তারা বলছে এ পদক্ষেপ"টেকসই এবং দীর্ঘমেয়াদী " তা এখন পর্যন্ত প্রমানিত হয়নি।
অন্যদিকে এ বিষয়ে ভবিষ্যৎ আইন প্রণয়ন এর জন্য আজ বৃহস্পতিবার একটি পূর্ণাঙ্গ দলিল প্রকাশ করেছে সরকার।