এনটিভির লাইভ অনুষ্ঠানে কাছে ক্ষমা চাইলেন শামিম ওসমান ও আন্দালিব পার্থ

এনটিভি ইউরোপের নিয়মিত আয়োজন করোনাভাইরাস 'প্রতিদিনের আপডেট' লাইভ অনুষ্ঠানে প্রবাসীদের কাছে ক্ষমা চেয়েছেন নারায়নগঞ্জ ৪ আসনের সরকার দলীয় সাংসদ শামিম ওসমান এবং বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এনটিভি ইউরোপের জনপ্রিয় উপস্থাপক আদনান পাভেলের উপস্থাপনায় ১৮ই এপ্রিল (শনিবার) যুক্তরাজ্য সময় বিকেল ৫টা এবং বাংলাদেশ সময় রাত ১০ টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।
মুক্তিযুদ্ধের সময় প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ এবং বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে উপস্থাপক আদনান পাভেল করোনাভাইরাস ইস্যুতে প্রবাসীদের প্রতি দেশের মানুষের যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা নিয়ে দুই অতিথির কাছে তাদের প্রতিক্রিয়া জানতে চান। উপস্থাপকের প্রশ্নের জবাবে শামিম ওসমান এমপি শুরুতেই প্রবাসিদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, 'গার্মেন্টস শিল্পকে অনেকেই মনে করে আমাদের প্রধান আয়ের উৎস।
কিন্তু না, প্রধান উৎস প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।' আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, 'আমি বাংলাদেশের একজন মানুষ হিসেবে সকল প্রবাসীদের কাছে হাতজোড় করে ক্ষমা চাই।' তিনি আরো বলেন, 'মানুষ স্বার্থপর হয়ে গেছে না হয় কিভাবে সন্তান তার নিজের মাকে করোনা আক্রান্ত বলে জঙ্গলে রেখে দিয়ে আসে?' আলোচনার শেষ দিকে এসে তিনি আবারো হাত জোর করে প্রবাসীদের কাছে ক্ষমা চান এবং বলেন, 'আপনারা কষ্ট পাবেন না। বিপদ এসেছে বিপদ থেকে আমরা শিক্ষা গ্রহন করবো। পৃথিবী আবার সুন্দর হবে।'
একই বিষয়ে আলোচনায় বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, 'রক্ত ঘামানো টাকা প্রবাসীরা দেশে পাঠান। প্রবাসীরা কোটি কোটি টাকা পাঠালে আমরা তা নিতে পারবো কিন্তু আজকে প্রবাসীরা বিপদে তাই আমরা প্রবাসীদেরকে নিতে পারবোনা বা তাদের পাশে দাঁড়াতে পারবো না, যা সত্যি লজ্জার ব্যাপার।' তিনি বলেন, 'আমরা রাজনীতিবিদরা প্রবাসীদের কাছে ক্ষমা চাচ্ছি।'
প্রবাসীদেরকে 'নবাবজাদা' বলে হেয় করা বা দোকানের সামনে 'প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ' লিখে রাখা, এইসব দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন। বিভিন্ন দেশে করোনাভাইরাসের কারনে বেকার হয়ে যাওয়া প্রবাসীদেরকে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় আনার দাবী জানান ব্যারিস্টার পার্থ।
পুরো অনুষ্টানের লিংক নিচে দেওয়া হলো: