এলব্রাস মাউন্টে উঠার কৃতীত্ব অর্জন করেছে বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক আক্কে রহমান

সদ্য করোনাকে জয় করে একদিনে ইউরোপের সবচেয়ে উঁচু পর্বত এলব্রাস মাউন্টে উঠার কৃতীত্ব অর্জন করেছে বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক আক্কে রহমান। তিনি বর্তমানে ওল্ডহ্যামের অফিস ম্যানেজার হিসেবে কর্মরত আছেন ।
৩৮ বছর বয়সী প্রাক্তন এই অপেশাদার অ্যাথলেট কেবলমাত্র তার ফিটনেস উন্নতির জন্য গত বছর পর্বতারোহণ করেছিলেন। তার এমন অবিশ্বাস্ব সাফল্যের কথা জানাতে গিয়ে তিনি বলেন "ভেবেছিলাম আমার জীবন বদলে দেওয়ার জন্য আমার কিছু করা দরকার এবং লোকদের ফিট হতে অনুপ্রাণিত করার লক্ষ্যে আমি এ কাজটি করি ।
তিনি গত জুনে ওয়েলসের মাউন্ট স্নোডনকে স্কেল করে শুরু করেছিলেন এবং গত সেপ্টেম্বরে এলব্রাসে প্রথমবারের মতো আরোহণের চেষ্টা করেছিলেন, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তখন সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় এই বছরের শুরুর দিকে আবার বুকিং দিয়েছিলেন , তবে করোনাভাইরাস মহামারীর কারনে এ কাজটি করতে তিনি সক্ষম হননি।