এসাইলাম আবেদনকারীদের কাজ বন্ধ করা ছিল হোম অফিসের ভুল সিদ্ধান্ত : উচ্চ আদালত

যুক্তরাজ্যে এসাইলাম আবেদনকারীদের কাজ বন্ধ করে দেওয়া হোম অফিস ভুল সিদ্ধান্ত বলে রায় দিয়েছে যুক্তরাজ্যের উচ্চ আদালত। শুক্রবারের এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে হাজার হাজার মানুষের কাজের দরজা প্রশস্ত হয়েছে।
একজন পাচারের শিকার মহিলা যিনি কিনা বিচারকের কাছে একজন পরিছন্নকর্মী হিসেবে কাজ করার অধিকার চেয়েছেন ,তারই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে এ যুগান্তকারী রায় দিয়েছেন।
আদালতের বিচারক তার রায়ে বলন , যাদেরকে হোম অফিস কাজ করার অধিকার থেকে বঞ্চিত করেছে , তাদের চাকুরীতে ফিরয়ে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে।
য্ক্তুরাজ্যে প্রায় ৬০ হাজার ৫৪৮ জন আবেদনকারী তাদের এসাইলাম আবেদনের প্রাথমিক সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। এদের মধ্যে ৭৬ শতাংশ মানুষ এই সিদ্ধান্তের জন্য ছয় মাসেরও বেশি সময় অপেক্ষা করছে।
এ রায়ের পর হোম অফিসের একজন মুখপাত্র বলেছেন: "আদালত আমাদের কাজের নীতিকে বৈধ হিসেবে বহাল রেখেছে এবং এই ক্ষেত্রে আবেদনকারীর প্রতি বৈষম্যমূলক ব্যবহার করা হয়নি।এবং কেসওয়ার্কারদের দেওয়া নির্দেশিকা সম্পর্কে রায়ে তারা আরো সাবধানতার সাথে বিবেচনা করবে বলে জানান ।