করোনাভাইরাসে আজ বুধবার যুক্তরাজ্যে নতুন করে ৪৯৪ জনের মৃত্যু
বৈশ্বিক মহামারী আকার ধারন করা মরণঘাতী করোনা ভাইরাসে আজ বুধবার যুক্তরাজ্যে নতুন করে ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এনএইচএস ইংল্যান্ডের তথ্য মতে, সব মিলিয়ে যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ৩৩ হাজার ১৮৬ জন। এছাড়াও ৩ হাজার ২৪২ জন নতুন করে কভিড ১৯ আক্রান্ত হয়েছেন। এদিকে যুক্তরাজ্যে কেয়ার হোমে থাকা লোকদের করোনাভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা ছিল না এমন সরকারী পরমর্শ দিয়ে হাউজ অফ কমন্সকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বিরুদ্ধে।
লেবার পাটির নেতা স্যার কিয়ার স্টারমার বলেন,গত ১২ মার্চ অবধি কেয়ার হোম গুলোতে বলা হয়েছিল, এটির খুব কম সম্ভাবনা রয়েছে যে ভাইরাসটিতে কেউ সংক্রমিত হবে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন , এটি সত্য নয় যে পরামর্শে এটি বলা হয়েছিল। এদিকে বিরুধী দলীয় নেতা স্যার কিয়ার স্টারমার এক চিঠিতে প্রধানমন্ত্রীকে কমন্সে ফিরে গিয়ে রেকর্ড সংশোধন করার জন্য অনুরোধ করেছেন।
হাউস অফ কমন্সে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে মিস্টার স্টারমার সরকারী পরিসংখ্যান তুলে ধরে বলেন, সাম্প্রতিক কভিড -১৯ এর মোট মৃতের সংখ্যার ৪০% এর বেশি সংখ্যক মানুষ মারা গেছে কেয়ার হোমগুলোতে। সরকার কেয়ার হোমগুলিতে লোকদের রক্ষা করতে করার জন্য খুব ধীর ব্যবস্থা নিয়েছিল তা স্বাীকার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ জানান লেবার পার্টির এ নেতা।