করোনার পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্যের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার আহ্বান: ন্যাশনাল হেল্থ সার্ভিস

লন্ডন এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের এর মত করোনার ভয়াবহ পরিস্থিতি মোকাবলার জন্য সমগ্র যুক্তরাজ্যের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে ন্যাশনাল হেল্থ সার্ভিস ( এন এইচ এস ) ।
রয়েল কলেজ অফ ফিজিশিয়ানস-এর অধ্যাপক অ্যান্ড্রু গডার্ড জানিয়েছেন , নতুন ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস ইতিমধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছ । তিনি বলেন , কোন সন্দেহ নেই করোনার নতুন ভ্যারিয়েন্ট একটি বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে।
মি: গডার্ড সতর্ক করে আরো বলেন , আগামী কয়েক সপ্তাহে বড় ধরনের ধাক্কা আসতে পারে কারন নতুন এই ভ্যারিয়েন্টের করোনা ৭০ শতাংশ বেশি ব্যক্তি সংক্রামিত হচ্ছে ।
ব্ল্যাকবার্ন এবং ডারওয়েনের জনস্বাস্থ্য পরিচালক ডমিনিক হ্যারিসন বলেছেন , করোনা সংক্রমন কমাতে আগামী সপ্তাহে নতুন লকডাউনের মতো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন । তিনি বলেন , উত্তর লন্ডন এবং দক্ষিণ-পূর্ব লন্ডনের মত একই পরাস্থিতি এড়াতে এখনই বড় ধরনের পদক্ষেপ নিতে হবে।
এদিকে ২৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্য ব্যাপী সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে , করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ২৩ হাজার ৮২৩ রোগী ভর্তি আছেন।