করোনা নেগেটিভ ছাড়পত্র নিয়ে যাত্রীদরে যুক্তরাজ্যে প্রবেশ করতে হবে: ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট

শ্রীঘ্রই যুক্তরাজ্যের বাইরে থেকে আসা ভ্রমণকারীদের করোনা পরীক্ষার নেগেটিভ ছাড়পত্র নিয়ে দেশটিতে প্রবেশ করতে হবে। আজ ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) এই পদক্ষেপ এর কথা জনিয়েছেন।
ডিএফটি জানিয়েছে,যুক্তরাজ্যের সীমান্ত জুড়ে করোনা ভাইরাস বিস্তার রোধ এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে বন্দরের মাধ্যমে আসা চালকদের এ পদক্ষেপ থেকে অব্যাহতি দেওয়া হবে।কিন্তু কবে নাগাদ এ পদক্ষেপ বাস্তবায়ন করা হবে তা পরিষ্কার নয়।
সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসনের জাতির উদ্দেশ্যে ভাষণে বা পরবর্তীতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে সীমান্তে কঠোর নিয়ন্ত্রণের ব্যাপারে কোন বক্তব্য ছিল না।
এর আগে মঙ্গলবার ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গোভ বলেছেন, " আসছে দিনগুলোতে জানা যাবে আমরা আমাদের বিমানবন্দর এবং বন্দরগুলো নিরাপদ করবো। তবে ইতোমধ্যে যুক্তরাজ্যে আগমন এবং বর্হিগমন কঠোর করা হয়েছে।