করোনা ভ্যাকসিন দিতে প্রস্তুত এনএইচএস : ম্যাট হ্যানকক

যুক্তরজ্যরে স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলছেনে , যত দ্রুত সম্ভব নিরাপদ করোনা ভ্যাকসিন সরবরাহ করতে প্রস্তুত রয়েছে এনএইচএস।
চলতি বছরের ক্রিসমাসের মধ্যে পাওয়া যাবে কিনা জানতে চাইলে এমন প্রশ্নরে জবাবে বলেন, সম্ভাবনা রয়েছে তবে আগামী বছরের প্রথম দিকে গণহারে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। তিনি আরো বলেন , ভ্যাকসিন দিতে ক্লিনিকগুলো সপ্তাহ সাত দিনই খোলা থাকবে এবং জিপিগুলিকে অতিরিক্ত ১৫০ মিলিয়ান অর্থ বরাদ্ধ করা দেয়া হয়েছে। এ সময় মি: হ্যানকক সবাইকে ধৈর্য ধরার আহবান জানান ।
সোমবার বিশ্বের প্রথম কার্যকর ফার্মাসিউটিক্যাল সংস্থা ফাইজার এবং বায়োএনটেক এর করোনা ভ্যাকসিন প্রথমিক ফলে দেখা গেছে তা ৯০ শতাংশ কার্যকর। যা বিশ্বে যে ১১টি ভ্যাকসিন চুড়ান্ত পর্যায়ে রয়েছে তার একটি।