করোনা ভ্যাকসিন সরবরাহ বিলম্বের ফলে লকডাউন শিথিল এর রূপরেখার উপর কোন প্রভাব পড়বে না: ম্যাট হ্যানকক

এপ্রিল মাসে যুক্তরাজ্যে করোনা ভ্যাকসিন সরবরাহে বিলম্বের ফলে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বা লকডাউন শিথিল এর রূপরেখার উপর কোন প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটিতে স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক।
এন এইচ এস গতকাল বুধবার স্থানীয় স্বাস্থ্য সংস্থার কাছে পাঠানো একটি চিঠিতে এপ্রিলে ভ্যাকসিন সরবরাহ কমে যেতে পারে এমন সর্তকতা দেওয়ার পর মি: হ্যানকক আজ এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন শিপমেন্ট বিলম্বিত হওয়ার কারনে প্রত্যাশা অনুযায়ী সরবরাহে বিঘ্ন ঘটছে।
মি. হ্যানকক আরো বলেন, ১ দশমিক ৭ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন পূনপরীক্ষার জন্য আটকা আছে।
এছাড়াও হাউস অফ কমন্সে এক বিবৃতিতে মি: হ্যানকক বলেন, যুক্তরাজ্যে সরকার জুলাই মাসের শেষ নাগা ৫০ বছর বা তার বেশী বয়সী সবাইকে ভ্যাকসিন প্রদানের লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যুক্তরাজ্য ৪০০ মিলিয়নেরও বেশি করোনা ভ্যাকসিন এর ডোজ অর্ডার করেছে।