করোনা সংক্রমন বৃদ্ধির প্রেক্ষিতে আগামী সপ্তাহে ইংল্যান্ডে তিন স্তরের লকডাউনের সম্ভাবনা

করোনা আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি এবং হাসপাতালে করোনা রোগী ভর্তির প্রেক্ষিতে ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রনের জন্য ইংল্যান্ড আগামী সপ্তাহে তিন স্তরে লকডাউন আসতে পারে বলে ধারনা করা হচ্ছে । সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, এতে করে লক্ষ লক্ষ মানুষকে আবারও কঠোর বিধিনিষেধের মুখোমুখি হতে হবে ।
এ পরিকল্পনার সংশ্লিষ্ঠ একজন জানিয়েছে, তিন স্তরের মধ্যে হচ্ছে , পরিবারের বাইরে যে কারো সাথে সামাজিক যোগাযোগ বন্ধ রাখা।পাব, রেস্তোঁরা সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানা গেছে।তবে এক তথ্য সূত্রে জানা গেছে সরকার ব্যবসায়িদের জন্য আর্থিক ক্ষতিপূরণের একটি প্যাকেজ ঘোষনা করা হতে পারে।
এদিকে আবাসন মন্ত্রী রবার্ট জেনেরিক স্কাই নিউজকে বলেন , লকডাউন পরিস্থিতি এড়ানোর জন্য সরকার বিকল্প চিন্তাভাবনা করছে । তিনি আরো বলেন , মন্ত্রীরা বিশেষত উত্তর-পূর্ব, উত্তর পশ্চিম এবং নটিংহামের মতো অন্যান্য শহরে আঞ্চলিক এবং আনুপাতিক হারে লকডাউন এ কথা ভাবছে।