কিল দ্যা বিল বিক্ষোভ থেকে একশোর অধিক বিক্ষোভকারীকে আটক
প্রস্তাবিত দ্যা পুলিশ, ক্রাইম, সেন্টেনসিং এবং কোর্ট বিলের বিরুদ্ধে সারা বৃটেনে শনিবার, বিক্ষোভ ও র্যলী করেছে হাজার হাজার মানুষ। মূলত অসহিংস আন্দোলন, ও প্রতিবাদের ক্ষেএেও পুলিশ শর্তারোপ করতে পারবে। এজন্য পুলিশকে অধিক ক্ষমতা প্রদান করা হয়েছে এই বিলে।
এরই প্রতিবাদে, যুক্তরাজ্য জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে।বিক্ষোভে কিল দ্যা বিল, শ্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা।
এতে বিভিন্ন স্থানে, পুলিশের সাথে হাতাহাতি ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে , তারা একশোরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে। শান্তি বিনষ্ট, পুলিশের উপর হামলা, এবং করোনা বিধিনিষেধ অমান্য করায়, তাদের গ্রেফতার করা হয়।
বিবিসি জানিয়েছে, প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক প্রধান, জেরেমি করবিনও এতে অংশ নিয়েছেন। পার্লামেন্টে স্কয়ারে বক্তৃতা কালে তিনি এই বিলকে, বিপজ্জনক হিসেবে আখ্যায়িত করেন। এদিকে পুলিশ এবং মন্ত্রীরা এই বিলকে সমর্থন জানিয়ে বলেছেন ,বিক্ষোভ মোকাবেলায় এই ধরনের আইনের প্রয়োজন রয়েছে।