ক্রিসমাসে কেয়ারহোমে প্রিয়জনদের দেখা করার নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা যুক্তরাজ্য সরকারের

ক্রিসমাসের সময় কেয়ার হোমে থাকা প্রিয় জনদের সাথে দেখা করতে পারবে পরিবারের অন্য সদস্যরা এমন একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার ।
উৎসবকালীন সময়ের আগে আরও ব্যাপকভাবে চালু করার পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্পটি ১৬ নভেম্বর থেকে হ্যাম্পশায়ার, কর্নওয়াল এবং ডেভনের বেশ কয়েকটি কেয়ার হোমে পরীক্ষামূলক ভাবে অনুষ্ঠিত হবে।
প্রকল্পটি পুরো যুক্তরাজ্য জুড়ে গণহারে পরীক্ষার অংশ হিসেবে গঠন করা হচ্ছে এবং প্রতিটি কেয়ার হোমকে প্রাথমিকভাবে ৬৭৫ টি করোনা পরীক্ষার কীট দেওয়া হবে ।
এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন: " পরীক্ষামূলক ভাবে যারা অংশগ্রহন করবে তাদের তথ্য সংরক্ষন করা হবে এবং এই পরিকল্পনাটি যথাযথ ফলাফল আসলে পরবর্তীতে কার্যকর করা হবে।