ক্রিসমাস উপলক্ষে করোনা নিয়মকানুন শীথিল পরিকল্পনা একটি দুর্বল সিদ্ধান্ত : মেডিকেল জার্নাল

ক্রিসমাস উপলক্ষে করোনা ভাইরাস এর নিয়মকানুন সহজ করার পরিকল্পনা একটি দুর্বল সিদ্ধান্ত এবং এতে বহু মানুষ মৃত্যুঝুঁকিতে পরতে পারে বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যে দুই শীর্ষস্থানীয় মেডিকেল জার্নাল। চলতি মাসের ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ দিনের করোনা বিধিনিষেধ এর নিয়মকানুন শীথিল করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এদিকে মন্ত্রি পরিষদ মন্ত্রী মাইকেল গভ বলেছেন , স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলসের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে পরে আলোচনা করবে সরকার । অন্যদিকে লেবার নেতা স্যার কায়ার স্টারমার প্রধানমন্ত্রী বরিস জনসনকে ক্রিসমাসের নিয়ম পর্যালোচনা করার জন্য জরুরি সভা করার আহ্বান জানান।
এদিকে ইউগোভের এক জরিপে দেখা গেছে , গ্রেট ব্রিটেনের ৫৭ শতাংশ লোক বিশ্বাস করেন ক্রিসমাসের সময় করোনভাইরাস বিধিনিষেধকে শিথিল করা উচিত।