চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা এড়াতে লন্ডন ছাড়ছে মানুষ !

করোনা চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা এড়াতে লন্ডনে ট্রেনে যাত্রীদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে ।
গতকাল সন্ধ্যা ৭টার পর প্যাডিংটন, কিংস ক্রস এবং ইউস্টন সহ লন্ডনের বেশ কয়েকটি স্টেশনে ট্রেনের অনলাইনে বুকিং এর জন্য কোন আসন পাওয়া যায়নি।
নতুন এই নিষেধাজ্ঞা ঘোষণার পরপরই গতকাল বিপুল সংখ্যক মানুষকে রাজধানী ছেড়ে চলে যেতে দেখা গেছে। এরই পরিপ্রেক্ষিতে রেলওয়ে স্টেশগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
এ বিষয়ে পরিবহন মন্ত্রী গ্রান্ট শ্যাপস আজ বলেন , যাদের ভ্রমণের প্রয়োজন তারা নিরাপদে ভ্রমণ করতে পারবেন , তা নিশ্চিত করতে অতিরিক্ত বিটিপি কর্মকর্তা মোতায়েন করা হচ্ছে।
রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীরা পরিষ্কারভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। করোনাভাইরাসের সংক্রমন এড়াতে গতকাল প্রধানমন্ত্রী বরিস জনস লন্ডন সহ দক্ষিণ-পূর্বাঞ্চলের তৃতীয় স্তরের পরিবর্তে চতুর্থ স্তরের নিষেধাজ্ঞা জারি করেন ।