জার্মানিতে মোট ১০ বাংলাদেশি করোনা আক্রান্ত

সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহন করার পরও কোনভাবেই জার্মানিতে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছেনা। বরং জার্মানিতে দিনের পর দিন ভয়াবহ রুপ ধারন করছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাস। রবিবার জার্মান সময় দুপুর ১ টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮,২৪৭ জন এবং মৃত্যু বরন করেছেন ৪৫৫ জন। গতকাল শনিবার শুধু একদিনে আক্রান্ত হয়েছিলেন ৬,৮২৪ জন এবং মৃত্যু বরন করেছেন ৮২ জন।
এদিকে জার্মানিতে বসবাসরত আরো পাঁচজন প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। এনটিভির সাথে আলাপকালে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ১০ জন প্রবাসী বাংলাদেশী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
পূর্বে আক্রান্ত ৫ জনের মধ্যে ২ জন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকিরা মিউনিখ এবং ম্যুন্সটার শহরের বাসিন্দা বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। নতুন আক্রান্ত ৫ জন বার্লিন এবং ক্রেফিল্ডের বাস করেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ সকলকে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিস্কার পরিছন্ন থাকার পরামর্শ দিয়েছেন এবং আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।