জিসিএসই এবং এ-লেভেল ফলাফল গ্রেডের ভিত্তিতে প্রকাশ করা হবে: অফকোয়াল

ইংল্যান্ডে এই সামারে জিসিএসই এবং এ-লেভেল ছাত্রছাত্রীদের শিক্ষকদের দেওয়া গ্রেডের ভিত্তিতে ফলাফল প্রকাশের পরিকল্পনাকে একটি ভালো বিষয় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি শিক্ষামন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখে বলেন, এই গ্রীষ্মে অ্যালগরিদমের পরিবর্তে গ্রেডভিত্তিক ফলাফল প্রক্রিয়া ন্যায্য এবং টেকসই হবে।
এদিকে আজ বৃহস্পতিবার পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল জানিয়েছে,করোনা মহামারীর কারণে জিসিএসই এবং এ-লেভেল বাতিল করা হয়েছে।
সংস্থাটি বলছে, মক পরীক্ষা, কোর্স ওর্য়াক এবং এ্যাসে রাইটিং সহ সব বিষয় বিবেচনায় নিয়ে স্কুল কর্তৃপক্ষ গ্রেড প্রদান করবেন।
এই বছর ১০ই অগাষ্ট এ-লেভেল এবং ১২ই অগাষ্ট জিসিএসসির ফলাফল প্রকাশ করার তারিখ নির্ধারন করা হয়েছে।
অফকোয়াল বলছে ,তারা কিছুটা আগে ফলাফল প্রকাশের সিদ্বান্ত নিয়েছে ,যাতে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরাআপিল করার জন্য পর্যাপ্ত সময় পায়।
অন্যদিকে স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড ইতোমধ্যে ঘোষণা করেছে পরীক্ষা শিক্ষক-মূল্যায়িত ফলাফল প্রকাশ করা হবে ।