জুলাইয়ের মধ্যে সকল প্রাপ্ত বয়সী নাগরিককে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে: বরিস জনসন

আগামী জুলাই মাসের মধ্যে সকল প্রাপ্ত বয়সী নাগরিককে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। মি. জনসন বলেন , আমাদের এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ।তবে আমাদের অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে আরো এগিয়ে যেতে হবে।
যুক্তরাজ্যে প্রাথমিক তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যারা করোনা ভ্যাকসিন পেয়েছেন তাদের মধ্যে করোনা আক্রান্তের হার কমেছে। আজ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ তথ্য জানিয়েছেন ।
তিনি বলেন , মহামারীর প্রথম ধাপের তুলনায় হাসপাতালে রোগীর ভর্তি হার ব্যাপক হারে কমতে শুরু করেছে।
তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জুলাই মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যের সকল প্রাপ্ত বয়স্কদের করোনা ভ্যাকসিনের প্রথম জ্যাব প্রদান করা। ইতিমধ্যে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজনকে করোনা ভ্যাকসিনের প্রথম জ্যাব প্রদান সম্পন্ন হয়েছে ।
এ বিষয়ে লেবার নেতা স্যার কিয়ার স্টারমার সরকারের দ্রুত ভ্যাকসিন প্রানের লক্ষ্যমাত্রা অর্জন করায় বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেন, জরুরী ভিত্তিতে ৫০ বছরের কম বয়সীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে আগামীকাল সোমবার লকডাউন শিথীলের এর রোডম্যাপ হাউজ অব কমন্সে সংসদ সদস্যদের কাছে পেশ করার আগে প্রধানমন্ত্রী আজ উর্ধ্বতন মন্ত্রীদের সাথে চূড়ান্ত বৈঠক করবেন বলে জানা গেছে।