নেপিয়ার ব্যারাকে অগ্নিকান্ড, পাঁচজন গ্রেফতার

যুক্তরাজ্যের নেপিয়ার ব্যারাকের এসাইলাম সিকারদের একটি আবাসন সেন্টারে শুক্রবার এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কেন্ট পুলিশ জানিয়েছে, অগ্নিকান্ডের ঘটনায় একজন নিরাপত্তা রক্ষী এবং চারজন এসাইলাম সিকারকে আটক করা হয়েছে।
এদিকে ফোকস্টোনের কাউন্সিলের নেতা ডেভিড মান্ক বলেছেন , প্রায় ৩০০ জন এসাইলাম সিকার এখনো ব্যারাকে আছেন এবং তাদের হোটেলে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট মন্ত্রনালয়ের একজন মুখপাত্র জানিয়েছে : "ব্যারাক থেকে কোন আশ্রয় প্রার্থীকে সরানোর কোন পরিকল্পনা নেই এবং তাদের নিরাপদে জায়গায় রাখার চেষ্টা করা হচ্ছে যাতে করে তাদের কোন প্রকারের ক্ষতি না হয়।
এদিকে স্বেচ্ছাসেবী সংস্থা চ্যারিটি কেয়ার ফোর কেলাস দাবি করেছে, অগ্নিকান্ডের পর এসাইলাম সিকাররে স্থানীয় কর্তৃপক্ষ পর্যাপ্ত খাদ্য এবং পানীয় দিচ্ছে না বরং সকল কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে , শুধুমাত্র বাসিন্দাদের সেখানে রাখা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল বলেছেন , দায়ী ব্যক্তিরে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।