বহিরাগত অপরাধীদের নির্বাসন ইস্যুতে বরিস জনসনের অতীত তুলে ধরলেন করবিন

বহিরাগত অপরাধীদের নির্বাসন ইস্যুতে আজ বুধবার বৃটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসনকে এক হাত নিয়েছেন বিরুধী দলীয় নেতা জেরেমি করবিন । বহিরাগতদের অপরাধের প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে লেবার নেতা প্রধানমন্ত্রীর উপর ব্যক্তিগত আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রী দেশকে বিভ্রান্ত করছেণ। শুধু তাই নয় মিস্টার করবিন বলেন, ২০১৮ সালের উইন্ডারশ বিতর্ক থেকে সরকার কোন কিছুই শেখেনি। তবে লেবার নেতার এমন দাবীকে তার নিজের সাথে অবজ্ঞাপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। চলতি সপ্তাহের শুরুতে ১৭ জন অপরাধীকে জ্যামাইকায় অপসারনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদ সদস্যদের বলেন, তিনি পৃথক কোন মামলার বিষয়ে মন্তব্য করতে না পারলেও আইন অনুসারে বহিরাগত অপরাধীদের দেশ থেকে বিতারিত করার সিদ্ধান্ত ছিল পুরোপুরি সঠিক ।

অপরদিকে হোম অফিস জানিয়েছে,নির্বাসনপ্রাপ্তদের কমপক্ষে ৭৫ বছরের জেল কারাদন্ড দেয়া হয়েছে, যার মধ্যে দু'জনকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। তাদের মধ্যে একজনকে ১১ বছরের জেল এবং অন্যজনকে চার বছর ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছিল।