বাজেট ২০২১: দরিদ্র মানুষের উপর আঘাত হানবে এমন সমালোচনা প্রত্যাখ্যান ঋষি সুনাকের

বাজেট -২০২১ পরিকল্পনা দারিদ্র মানুষের উপর আঘাত হানবে এমন মন্তব্য প্রত্যাখ্যান করে অর্থমন্ত্রী চ্যান্সেলর ঋষি সুনাক বলেছেন , শ্রমিকরে সহায়তা এবং বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কর নীতি পরিবর্তন করা হবে।
তিনি বলেন ,ঋণ অনিয়ন্ত্রিত ভাবে বেড়ে ওঠার অনুমতি দেওয়া "দায়িত্বজ্ঞানহীন" চিন্তা হবে। তাই ঋণ স্বাভাবিক পর্যায়ে আনতে কর বৃদ্ধি প্রয়োজন। মি: সুনাক জোর দিয়ে বলেন, উচ্চ আয়ের ব্যক্তিরে আয়কর বৃদ্ধি করা হবে।
অন্যদিকে সরকার পূর্বাভাস দিয়েছে এ বছর প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে। সরকারী বিভিন্ন বিভাগের বাজেট থেকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড কমানোর পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী ঋষি সুনাক ।