ব্রেক্সিট-পরবর্তী চুক্তি যুক্তরাজ্যকে আরো নিরাপদ করবে: প্রীতি প্যাটেল

ব্রেক্সিট-পরবর্তী চুক্তি যুক্তরাজ্যকে আরো নিরাপদ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ।
তিনি বলেন, ৩১ ডিসেম্বরের পর যুক্তরাজ্য "আরো দৃঢ এবং ন্যায্যভাবে সীমান্ত নিয়ন্ত্রণের মাধ্যমে আরো নিরাপদ হবে। যুক্তরাজ্য বিশ্বের অন্যতম নিরাপদ দেশ এবং ইইউ-এর সাথে আমাদের চুক্তির ব্যাপারে আশাবাদী।
মিস প্যাটেল আরো বলেন , উভয় পক্ষের কাছে গুরুতর অপরাধ এবং সন্ত্রাসবাদ মোকাবেলা, জনগণের জানমাল রক্ষা করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা রয়েছে।
বিবিসি জানিয়েছে ,২০২১ সালের জুলাই মাস থেকে যুক্তরাজ্য ইইউ থেকে গ্রেট ব্রিটেনে আসা পণ্যের অগ্রিম তথ্য পাবে , এর আগে ইইউ আইনের অধীনে এটি সম্ভব ছিল না। কিন্তু যুক্তরাজ্য ইইউ-এর শেনজেন ইনফরমেশন সিস্টেম ২ ডাটাবেইজের প্রবেশাধিকার হারাবে।
এ ব্যাপারে ইইউ বলেছে , আইনগতভাবে যুক্তরাজ্যেকে এসআইএস-এর প্রবেশাধিকার দেওয়া অসম্ভব।
এ বিষয়ে চলতি মাসের শুরুতে ন্যাশনাল ক্রাইম এজেন্সির অপারেশনের মহাপরিচালক স্টিভ রডহাউস সতর্ক করে বলেন , এই ডাটাবেসে প্রবেশাধিকার হারানো মানে ইউরোপীয় দেশগুলোতে প্রায় ৪ হাজার তদন্ত সংক্রান্ত সতর্কতার বিষয়াদি ৩১ ডিসেম্বের পর যুক্তরাজ্যের জাতীয় কম্পিউটার থেকে উধাও হয়ে যাবে।
যুক্তরাজ্য-ইইউ বাণিজ্য চুক্তির ১,২৪৬ পৃষ্ঠার নথি বিবিসির হাতে এসেছে ।তবে সরকারের পক্ষথেকে এটি এখনো প্রকাশ করা হয়নি।