ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যরা

যুক্তরাজ্য ও ইইউ এর ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যচুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যরা। বিলটির পক্ষে ভোট পড়ে ৫২১টি আর বিপক্ষে ভোট পড়ে ৭৩টি ভোট।
ব্রেক্সিট গণভোটের সাড়ে চার বছর পর আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সময় রাত ১১টায় ইইউ-এর সাথে আইনগতভাবে তাদের সম্পর্ক ছিন্ন করবে।
এ ব্যপারে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন , আমাদের ক্রমাগত বলা হয়েছিল যে ব্রেক্সিট চুক্তি আমাদের জন্যঅসম্ভব ,কিন্তু হাউ জ অব কমন্সে প্রায় পাঁচ ঘন্টাবিতর্কের পর বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এবং লেবারপার্টির সমর্থনের ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিসর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে।
অন্য দিকে লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টারমার বলেছেন্য়ঁড়ঃ;এই চুক্তিতে অনেক ফাঁক ফোকর রয়েছে । সরকার জনগনের কাছে সত্যটি উন্মোচন করেননি। এই চুক্তির ফলে যুক্তরাজ্যের ব্যবসায়ীরা অনেক আমলাতান্ত্রিক জটিলতার শিকার হতে হবে।
এদিকে এর আগে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন ইইউ’র ২৭টি সদস্যদেশের রাষ্ট্রদূতরা।
উল্লেখ্য,এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নেরসঙ্গে যুক্তরাজ্যর প্রায় ৫০ বছরের সম্পর্ক ছিন্ন হতে চলেছে।