ব্রেক্সিট: সিঙ্গাপুর-যুক্তরাজ্য মুক্তবাণিজ্য চুক্তি সই

আজ বৃহস্পতিবার সিঙ্গাপুর এবং যুক্তরাজ্য মধ্যকার একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে।
ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্যচুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে আলোচনা চলার মধ্যেই সিঙ্গাপুরের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি সই করেছে যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী লিজ ট্রস এবং সিঙ্গাপুরের বাণিজ্যমন্ত্রী চন চুন সিং এর মধ্যে সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষরির হয়
এই চুক্তিতে প্রায় ২২ বিলিয়ন ডলার এর বেশি মূল্যবান একটি বাণিজ্য চুক্ত স্বাক্ষরিত হয়েছে ।
চুক্তিতে মূলত উভয় দেশে শুল্কমুক্ত বাণিজ্য পরিষেবাতে একে অপরের অনুমোদন দেয়া হয় । চুক্তিতে বলা হয়েছে ইলেক্ট্রনিক্স সামগ্রী, গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ, ওষুধ পণ্য, চিকিত্সা ডিভাইস শুল্কমুক্ত বণীজ্যের আওয়াতায় থাকবে ।
দুই দেশের মধ্যে ২০২৪ সালের নভেম্বরের পর্যন্ত এ চুক্তির মেয়াদ থাকবে বলে জানা যায় ।