ভ্যাকসিন পাসপোর্ট ইস্যু নিয়ে যুক্তরাজ্যে বিতর্ক সৃষ্টি হওয়ায় পরিকল্পনা প্রত্যাখ্যান যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে "ভ্যাকসিন পাসপোর্ট" ইস্যু নিয়ে যুক্তরাজ্য এবং অন্যান্য স্থানে বিতর্ক সৃষ্টি হওয়ার পর এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য সরকার।
এ বিষয়ে ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাহাওয়ী বিবিসির এন্ড্রু মার শোতে বলেছেন ,সরকার ভ্যাকসিন পাসপোর্ট তৈরির জন্য নতুন প্রযুক্তির সন্ধান করছিল তবে নাগরিক স্বাধীনতা লঙ্ঘিত হওয়ার অভিযোগ সহ বেশ কয়েকটি কারণে ভ্যাকসিন পাসপোর্ট চালু করা হবে না।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং গ্রীক নেতা কিরিয়াকোস মিৎসোতাকিস "ভ্যাকসিন পাসপোর্ট" চালু শুরু করার আহ্বান জানিয়েছেন।
এদিকে মি: জাহাওয়ী আরো বলেন,ভ্যাকসিন পাসপোর্ট তৈরী বৈষম্যমূলক হবে এবং এখন পর্যন্ত পরিষ্কার ভাবে প্রমানিত হয়নি করোনা সংক্রমণ কমাতে প্রভাব ফেলবে।
তিনি আরো বলেন , যদি ভ্রমণের জন্য ভ্যাকসিন প্রয়োগের লিখিত প্রমাণের প্রয়োজন হলে ভ্রমনকারী তাদের স্থানীয় জিপির সেন্টারের কাছ থেকে সেই প্রমান সংগ্রহ করতে পারবে।
এদিকে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ মিলিয়নেরও বেশি মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান করা হয়েছে ।